কোচহীন বাংলাদেশ দল অচিরেই কোচ পাবেন বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর তিনি বলেছিলেন, ‘আমাদের সবই ঠিক ছিলো, ছিলো না শুধু একজন নেতা। যে কি না একটা সঠিক সিদ্ধান্ত নেবে।’
তবে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির জন্য দলের প্রধান কোচ হিসেবে পেস বোলিং কোচ ক্যারিবিয়ান কোর্টনি ওয়ালশকে পাঠায় বিসিবি। আর নিদাহাস ট্রফিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ালশের কর্মকাণ্ড সামনে থেকে দেখেই প্রশংসায় পঞ্চমুখ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আর তাই এবার টাইগারদের নিয়মিত প্রধান কোচ হিসেবে তাকেই চাইছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রেসক্রাইব করি তাকে (প্রধান কোচ) করা যায়। তিনি দারুণ একজন মানুষ। তিনি খুব সৎ একজন মানুষও। দলকে শ্রীলঙ্কায় তিনি দারুণভাবে সমর্থন দিয়েছেন। উজ্জীবিত করেছেন।
তার অভিজ্ঞতার তো কোন কথাই নাই, ৪০ বছর ক্রিকেটের সঙ্গে আছেন। তিনি দারুণ অভিজ্ঞ। বাবার মতো ফিগার। সবচেয়ে বড় কথা দলের সবাই তাকে খুব পছন্দ করে। সব মিলিয়ে আমার মনে শেষ সিরিজে তিনি দুর্দান্ত ছিলেন।’