A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
Home / Cricket / আজও কি কোবরা ডান্স দিবেন মুশফিক?

আজও কি কোবরা ডান্স দিবেন মুশফিক?

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর মুশফিকুর রহিমের ‘কোবরা ডান্স’ নিয়ে তোলপাড় ছিল ক্রিকেটবিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তার এই উদযাপন। ম্যাচ জয়ের এই নায়ককের উদযাপন নিয়ে শুরু হয় ভক্তদের নানা কাণ্ড। মজার বিভিন্ন ভিডিও বানিয়ে ছেড়ে দেয়া হয় ইউটিউবে।

আজ ভারতের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে বাংলাদেশ। যদি লঙ্কানদের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা আজও অটুট থাকে। তবে কি উদযাপনটা ওই রকমই হবে? আবারো কি ‘কোবরা ডান্স’ দিতে চান মুশফিক?

উত্তরটা অবশ্যই ‘হ্যাঁ’ হবে। সেটা জানিয়েছেন মুশফিকও।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বুনো উদযাপন নিয়ে যখন চারদিকে আলোচনা হচ্ছিল। কৌতূহল জাগছিল সবার মনে, কেন এই উদযাপন?

সাংবাদিকদের মুখোমুখি না হওয়ায় তৎক্ষণিকভাবে সেই উদযাপনের কারণ জানা যায়নি। তবে পরে কারণ জানিয়েছিলেন মুশফিক। বলেছিলেন, ‘এটা সাধারণ একটা উদযাপনই। হয়তো সবার ভালো লেগেছে, এত মাতামাতি হচ্ছে সে কারণে। দল জিতেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আগে থেকে পরিকল্পিত কিছু ছিল না। উদ্‌যাপনটা দেখে অবশ্য বুঝতে পারবেন, জয়টা আমাদের কতটা দরকার ছিল।’

এমন উদযাপন কি পরেও করতে চান মুশফিক? প্রশ্নের জবাব ছিল, ‘অবশ্যই আরো করতে চাইব। যেভাবে কঠোর পরিশ্রম আমরা করছি, এটা চাইতেই পারি। আসলে মানুষ শুধু ম্যাচের ফলটা দেখে।

হয়তো গত কয়েক ম্যাচে ভালো করতে পারিনি, হয়তো একজন ব্যাটসম্যান একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে আসলে কতটা কষ্ট করছি, সেটা আমরাই জানি।’

দেখুন মুশফিকের সেই উদযাপন

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে লড়াই করতে নামবে বাংলাদেশ। আর টাইগারদের কোটি কোটি ভক্ত-সমর্থকরা অপেক্ষায় থাকবে বাংলাদেশের জয়ের, মুশফিকের ‘কোবরা ডান্স’ দেখার…।

About admin

Check Also

ইংল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকায় হচ্ছে আসন্ন আইপিএল

ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, সেটি হবে দক্ষিণ আফ্রিকায়! হ্যাঁ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরের আসরটি হতে পারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website is Protected by WordPress Protection from eDarpan.com.